জয়পুরহাটে বিদেশ ফেরৎ ২০ প্রবাসীকে সেফ হোম কোয়ারেন্টাইনে


পিবিএ, জয়পুরহাট :
সারাদেশের ন্যায় জয়পুরহাটে সিংগাপুর ও ইতালি ফেরৎ ২০ জন প্রবাসীকে সেফ হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
আজ মঙ্গলবার সিভিল সার্জন জানান, জেলার আক্কেলপুর উপজেলায় মোট ১৫ জন কালাই ১ জন,ক্ষেতলাল ৩জন,পাঁচবিবি ১জন প্রবাসী বিদেশ ফেরৎ তাদের সেফ হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যাবস্থা করা হয়েছে। তারা জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নিবিড় পর্যবেক্ষনে থাকবেন।

এদিকে জয়পুরহাটে করোনা রোগীর জন্য করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা নেয়ার জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ব্যাবস্থা গ্রহন করেছে। রোগীদের চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে ২০ টি বেড প্রস্তুুত রাখা হয়েছে। পুরাতন হাসপাতালে ১০০ টি বেড প্রস্তুত রাখা হয়েছে। জেলার ৫টি উপজেলায় ৫ টি করে বেড সব সময় প্রস্তুত রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে। জলা স্বাস্থ্য বিভাগ কতৃক সচেতনতা মুলক লিফলেট বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে।

পিবিএ/ আবুবকর সিদ্দিক

আরও পড়ুন...