পিবিএ,সুনামগঞ্জ: শিক্ষার্থীদের উদ্দেশ্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান বলেছেন, প্রকৃত ইতিহাস পড়তে হবে। সকল ইতিহাস সত্য নয়, নানা পন্ডিত তার নিজস্ব দৃষ্টি ভঙ্গি মিশিয়ে নানা ভাবে ইতিহাস রচনা করেন। সাবধান তোমাদের বয়সে এসব বুঝার কথা নয়, তবে যত বড় হবে প্রকৃত ইতিহাস বাংলার মানুষের মানবজাতির সকল মানুষের প্রকৃত ইতিহাস তোমরা খোজেঁ পাবে এবং তোমরা শিক্ষা নেবে।
রবিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী শিক্ষার্থীদের উদ্যোশে এসব কথা বলেন। দিনব্যাপী হাইজাম্প, লংজাম্প, লং রেইছ ,লম্ব দৌড়সহ বিভিন্ন ধরনের খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহন করবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ রনারায়ন ও ইসমাইল হোসেনর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) প্রদীপ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়তুন নবী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান, শিক্ষক নিখিল দেবনাথ, সিনিয়র সহকারী শিক্ষক মাহমুদুর রহমান,একেএম আজাদ মিয়া,আনিসুর রহমান কামাল,তালেব আলী, কালিপদ তালুকদার প্রমুখ।
পিবিএ/জেএইচআর/এমএসএম