পিবিএ,বিনোদন: সাম্প্রতিক সময়ে দেশে মিউজিক ভিডিও নির্মাণের পরিমান বেড়েছে। গানের কথা ও গল্পের ধরনের রয়েছে পার্থক্য। আবার কিছু গান দর্শকের মনে দাগ কেটে যাচ্ছে। চারিদিকে তরুণ প্রজন্মের মডেলের ছড়াছড়ি। তারমধ্যে অন্যতম ফারজানা সুমি। তিনি মানুষের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন।
এখন পর্যন্ত কাজ করেছেন প্রায় ৮০ টিরও বেশি মিউজিক ভিডিওতে। বিভিন্ন নামী দামি কোম্পানির বিজ্ঞাপনেও কাজ করেছেন। সম্প্রত্তি মিউজিক্যাল ফিল্ম ‘ভুল করেও ভুলোনা মোরে’ কাজ শেষ করলেন তিনি। যা পরিচালনা করেন পরিচালক আসাদুজ্জামান আজাদ। সিরাজগঞ্জের মেয়ে চাই তাকে যেন এক নামে সবাই চেনে। তাই তিনি পরিশ্রম করে যাচ্ছেন ।
তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিনয়কে ভালোবাসি। ভালো কাজ করতে চাই। একজন অভিনেত্রী তখনই সফল, যখন দর্শক কাজের প্রশংসা করবে। সকলের কাজে দোয়া, ভালোবাসা ও সহোযোগিতা কামনা করছি।
পিবিএ/মারুফ সরকার/এমএসএম