হাটহাজারীতে কোয়ারেন্টাইনে না থাকায়, ১০ হাজার টাকা জরিমানা

পিবিএ,হাটহাজারী : চট্রগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে সাজ্জাদ নামে দুবাই ফেরৎ প্রবাসীকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে। নির্ধারিত ১৪ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকার নির্দেশ অমান্য করায় তাকে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন।
জানা যায় , উপজেলার চারিয়া গ্রামের সিকদার পাড়ার সুরত মিয়ার ছেলে মোহাম্মদ সাজ্জাদ চলতি মাসের ১১তারিখ দেশে আসেন। স্থানীয় ইউপি মেম্বার লোক পাঠিয়ে তাকে বার বার সরকারের নির্দেশনা মানতে অনুরোধ জানালেও সে তা কর্ণপাত না করে প্রকাশ্যে ঘুরাফেরা করে আসছে ।

খবর পেয়ে বুধবার(১৮ মার্চ) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতে তাকে ১০হাজার টাকা জরিমানা করেন। ইউএনও রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারের নির্দেশনানুযায়ী তাকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে কিন্তু তিনি তা না মেনে প্রকাশ্যে ঘুরাঘুরি করছে। তিনি আরো বলেন, অনেকের প্রশ্ন প্রবাস থেকে আসলেই কি করোনা ভাইরাসে আক্রান্ত ধরে নেব?

না তাদের আক্রান্ত বলা হচ্ছেনা শুধুমাত্র তাদের পর্বেক্ষণের জন্য ১৪দিন কোয়ারেন্টাইনে রাখার বা থাকার নির্দেশ দেয়া হচ্ছে কারণ সে করোনাতে আক্রান্ত কিনা ১৪দিনেই বোঝা যাবে। তাই এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন। প্রবাসীরা যদি আক্রান্ত হয়ে পরিবারে যায় তাহলে প্রথমে তার পরিবারই ক্ষতিগ্রস্থ হবে যার পরিণাম মৃত্যু। এ সময় সহকারী কমিশনার (ভুমি)শরীফ উল্লাহ ও হাটহাজারী মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...