দেশবাসীর মাঝে সর্বদা ভীতি ও আতঙ্ক বিরাজ করছে : রিজভী

ফাইল ছবি

 

পিবিএ ডেস্ক : দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধমূলক কর্মকান্ডে জনমনে সর্বদা ভীতি ও আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলেন তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, যে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিকদের নিরাপত্তায় নিয়োজিত বর্তমানে তারাই মানুষের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে আমাদের শতশত নেতাকর্মী খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আটক করা হয়েছে। দেশবাসীর মধ্যে সর্বদা ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। দেশের বর্তমান পরিস্থিতি যেন কেউ দেখার নেই, শোনার নেই।

তিনি বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো- নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনা মাত্রাতিরিক্ত হারে ন্যাক্কারজনক ঘটনা বৃদ্ধি পেয়েছে। শিশুরা অপহৃত হচ্ছে, কয়েকদিন পর তাদের লাশ পাওয়া যাচ্ছে রাস্তা-ডোবা-নালায়। এ কারণে আইনের প্রয়োগের বদলে ক্ষমতাসীনদের বেআইনি বলপ্রয়োগের প্রতাপে জনজীবনে অরাজকতার গভীর অন্ধকার নেমে এসেছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের ফাঁড়া কাটবে না বলেও মন্তব্য করেন রিজভী।

পিবিএ/এআর

Posted in top

আরও পড়ুন...