পিবিএ,চট্টগ্রাম: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী ব্যঙ্গাত্মক ছবি ও আপত্তি কর মন্তব্য করারয় মো. জাহিদুল ইসলাম (২০ কে) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়।
সোমবার (২৮জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থানার শেখেরখীল স্থান থেকে গ্রেফতার হন। গ্রেফতারকৃত জাহিদুল মো. ইসহাকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মাশকুর রহমান।
তিনি জানান, জাহেদ তার ব্যক্তিগত ফেসবুকের মাধ্যমে বিভান্তিকর তথ্য ও অশ্লীল ছবির মাধ্যমে গুজব ছড়ায়। তার পোস্টে আইনশৃঙ্খলা বাহিনী ভাবমূর্তি ক্ষুণ্ণ করা নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করেন। যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এই চক্রের বাকি সদস্যের গ্রেফতারের অভিযান চলছে।
পিবিএ/ইএইচকে