পিবিএ, ঢাকা : করোনা ভাইরাস সংক্রমনের বিস্তার প্রতিরোধে সরকার সর্বাত্মক ব্যবস্থা গ্রহন করেছে। একটি শ্রেনী এটা নিয়ে রাজনীতি করার ষড়যন্ত্রে লিপ্ত। যে বিষয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী তাঁর ফেইসবুক পেইেজ একটি পোষ্ট দিয়েছেন। তিনি বলেছেন –
`ঘরে নিজেকে আবদ্ধ করে, কোয়ারেন্টাইন করার কথা একটি নির্দিষ্ট শ্রেনীর। সকলকেই নিজেকে আবদ্ধ করার বিষয় আসেনি এখনো, অবস্থা বুঝে, এলাকা ভিত্তিক ব্যবস্থা নেয়া হবে এই বিষয়ে।
পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাভাবিক জীবন যাপন আমরা করবো। সর্দি, কাসি, ইত্যাদির উপসর্গ দেখা দিলে, বা বিদেশ ফেরত হলে সংগরোধ বা কোয়ারেন্টাইন করবো। বড় সমাগম এড়িয়ে চলবো ৷
কিন্তু যারা এখনো মাস লকডাউনের দাবী করে বেড়াচ্ছে, “ষড়যন্ত্র” উড়িয়ে বেরাচ্ছে, এদের কথায় কান না দেয়াই ভালো।
আমাদের সরকার ব্যবস্থা নিয়েছে বলেই ইতালীর মৃতের সংখ্যা বাংলাদেশের চাইতে তিন হাজার গুন। আপনি আমি বিশেষজ্ঞ নই। তাই চলুন যখন যে নির্দেশনা আসবে সরকারের পক্ষ থেকে সেটা শুনি।
আপনার আমার দাতব্য সংস্থা থাকতে পারে, এর সৌজন্যে ডিজিটাল ফেস্টুন ছড়িয়ে নিজের সংগঠনের প্রচারণা করার চাইতে, প্রশাসনের নির্দেশনা মেনে চলাই শ্রেয়।’
সূত্র : উপমন্ত্রীর ফেইসবুক পেইজ