করোনা ভাইরাস পরিস্থিতি

মানিকগঞ্জের সিংগাইরে শিক্ষকের কারাদন্ড, অভিভাবকের জরিমানা

পিবিএ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে কোচিং সেন্টারে প্রাইভেট পড়ানোর অভিযোগে এক শিক্ষক ও মক্তবে শিক্ষার্থী পড়ানোর দায়ে এক ইমাম ও মুয়াজ্জিনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে কোচিং এ সন্তানদের পড়তে পাঠানোর দায়ে দুই অভিভাবকে জরিমানা করা হয়েছে।

শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা জামির্তা ইউনিয়নে অভিযান চালিয়ে এই রায় দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং এ পড়ানোর দায়ে জামির্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, মক্তবে পড়ানোর দায়ে মধুরচর জামে মসজিদের ইমাম মো. আশেক এলাহী ও মুয়াজ্জিন মো. আব্দুল লতিফকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

এদিকে কোচিং সেন্টারে পাঠানোর দায়ে জামির্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে নান্নু মিয়াকে ১০হাজার টাকা ও একই অপরাধে একই এলাকার জবেদ আলীর ছেলে তোতা মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মনিরুল ইসলাম মিহির

আরও পড়ুন...