করোনা ভাইরাসের প্রভাবে মাদারীপুরে পর্যটন এলাকার রেষ্টুরেন্ট বন্ধ ঘোষণা

পিবিএ, মাদারীপুর : মাদারীপুরে করোনা ভাইরাসের প্রভাব ও ভোক্তা সাধারণের নিরাপত্তার কারণে আগামী ২১ মার্চ থেকে রেষ্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। মাদারীপুর চাইনিজ এন্ড ফাষ্ট ফুড এসোসিয়েশন এ ঘোষণা দেয়।

জানা গেছে, মাদারীপুরে শহরে রেষ্টুরেন্ট ব্যবসায়ীদেরকে নিয়ে নবগঠিত হলো ‘মাদারীপুর চাইনিজ এন্ড ফাষ্ট ফুড এসোসিয়েশন’ নামে নতুন সংগঠন। শুক্রবার (২০ মার্চ) রাতে শহরের লেকেরপাড় অবস্থিত লেকভিউ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিক্রমে এই নতুন সংগঠনের নামকরণ করা হয় ‘মাদারীপুর চাইনিজ এন্ড ফাষ্ট ফুড এসোসিয়েশন’। সভায় লেকের আশপাশের রেষ্টুরেন্ট করোনা ভাইরাসের প্রভাব ও ভোক্তা সাধারণের নিরাপত্তার কারণে আগামী ২১ মার্চ থেকে সাময়িক সময়ের জন্য রেষ্টুরেন্ট বন্ধ ঘোষণা করেন সংগঠনের নেতারা।

এসময় লেকভিউ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের কর্ণধার আতাউর রহমান রুবেল খানকে সভাপতি ও স্টার হাউজের কর্ণধার রাসেদ মিয়াকে সাধারণ সম্পাদক এবং ভোজন বিলাসের কর্ণধার সাইফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও ফুড ব্যাংক রেষ্টুরেন্টের কর্ণধার শরিফুল ইসলাম মাসুদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

আরিফুর রহমান

আরও পড়ুন...