শেষ হলো ক্যান্টনমেন্টের নির্ঝর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পিবিএ,ঢাকা: ঢাকা সেনানিবাসে অবস্থিত নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের (এনসিপিএসসি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ শেষ হয়েছে। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ২৪ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক (মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী বেগম তাসলিম জাহান।

প্রধান অতিথি বলেন, ‘নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে যার প্রতিফলন ঘটেছে পিইসি ও জেএসসি পরীক্ষার ফলাফলে। এছাড়া ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে গড়ে উঠেছে নির্ঝর কমিউনিটি যা বাংলাদেশে প্রথম ও অনুকরণীয়। এই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই শুধু নয়, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নির্ঝর কমিউনিটি অঙ্গীকারাবদ্ধ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপিএসসির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাকসুদুল হক ও তাঁর সহধর্মিণী মর্জিনা আখতার, শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ জাবের হোসেন, উপাধ্যক্ষ নূর রুমানা সাব্বির প্রমুখ।

অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি প্যারেড দলের সালাম গ্রহণ করেন। এরপর বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও অতিথিদের পরিবেশনায় নান্দনিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

পিবিএ/জেআই

আরও পড়ুন...