স্কুল থেকে বাড়ী ফেরা হলো না দুই ভাইবোনের

accident-500 PBA

পিবিএ,ঢাকা: স্কুল থেকে জীবিত আর বাড়ী ফেরা হলোনা কেরানীগঞ্জের দুই ভাইবোনের। বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজিন্দ্রপুর এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় প্রাণ হারালো আরফিন (১৩) ও আফসার (১০) নামে দুই ভাইবোন। তাদের বাবার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মনসুর যুগান্তরকে জানান, কেরানীগঞ্জের কদমতলীতে অবস্থিত কেমব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আফরিন ও তার ছোট ভাই ৪র্থ শ্রেণির ছাত্র আফসার তাদের বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল।

রাজিন্দ্রপুর এলাকায় বেপরোয়া গতির ট্রাকের চাপা ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তার বাবাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানিয়েছেন-তার অবস্থাও আশংকাজনক। ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...