গণভবনে আমন্ত্রণ সংলাপ নয়, এটি ‘গার্ডেন পার্টি’: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ
ফাইল ছবি

পিবিএ, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে আমন্ত্রণ জানানো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নয়, এটা একটা ‘গার্ডেন পার্টি’।

সোমবার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে প্রেস ব্রিফিং করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা করেছে সেখানে তারা সফল হননি বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ‘জাতিসংঘসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, যুক্তরাষ্ট্রসহ ইংল্যান্ড-সব দেশেই তারা চিঠি লিখেছেন। গণতান্ত্রিক বিশ্বে কিন্তু তাতে তো কেউ সায় দেয়নি। সবাই নির্বাচিত প্রধানমন্ত্রী এবং নির্বাচিত এই সরকারকে অভিনন্দন জানিয়েছে।
নির্বাচন পূর্ববর্তী সংলাপে অংশ নেয়া ঐক্যফ্রন্টসহ ৭৫টি দলকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারি মাসের ২ তারিখে এটা একটা গার্ডেন পার্টি হবে। জাস্ট ভিউজ এক্সচেঞ্জ করতে পারেন তারা। প্লেজেন্টি এক্সচেঞ্জটিই মূলত প্রোগ্রাম, আর একটু চা-টা খাবেন একসঙ্গে। ফাঁকে ফাঁকে কথা বলা যাবে। তবে আনুষ্ঠানিক কোনো সংলাপ নয়। শুভেচ্ছা বিনিময়ে করতে গিয়েও তো অনেক কথা বলা যায়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তাদের সংখ্যা কত সেটা আমরা দেখব না। তারা যদি যুক্তিসঙ্গত কোনো বিষয় সংসদে উত্থাপন করে সেটা আমরা সক্রিয়ভাবে বিবেচনা করব।’

অপর এক প্রশ্নের জাবাব কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের দুই নির্বাচিত সদস্যের শপথ নেওয়ার বিষয়ে গণমাধ্যমে যে খবর এসেছে সেটি ইতিবাচক ।

পিবিএ/এআর

আরও পড়ুন...