পিবিএ,রাঙ্গামাটি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে উপস্থিত সবাই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবতা পালনের মাধ্যমে শহীদদের আত্মার শান্তি কামনা করেন।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা’সহ পরিষদের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পিবিএ/এসএএন