পিবিএ,চুয়াডাঙ্গা: করোনা ভাইরাসের সংক্রমণ বজায় রাখতে মানুষের দূরত্ব নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় সকল ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে সাদা রঙের প্রলেপ অঙ্কন শুরু করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার শহরের শহীদ হাসান চত্বর থেকে এ কার্যক্রম শুরু হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু নিজ হাতে সাদা রঙ দিয়ে মানুষের দুরত্ব রেখা অঙ্কন করে দেন।
এ সময় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে তিন ফিট দূরত্বে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে ওই রেখার মধ্যে দাড়িয়ে মানুষের দূরত্ব বজায় রেখে ক্রেতারা তাদের কাজ শেষ করে বাড়ি ফিরবে।
জেলা প্রশাসক নজরল ইসলাম সরকার জানান, যদিও জরুরী পণ্যের দোকান ছাড়া সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই যেসব অল্প সংখ্যক দোকান খোলা রয়েছে সেসব দোকানের ক্রেতাদের মানুষের দূরত্ব নিশ্চিত করতে ওইসব দোকানের সামনে সাদা রঙের প্রলেপ দিয়ে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে কারো সাথে কারো সংস্পর্শ না ঘটে। এ নিয়ম না মানলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
পিবিএ/সনজিত কর্মকার/বিএইচ