চুয়াডাঙ্গায় ২ হাজার পিচ ইয়াবাসহ আটক ১

মাদক
মাদক ব্যবসায়ী সজীব আহম্মেদ ।

পিবিএ,চুয়াডাঙ্গা: পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সজীব আহম্মেদ কাছে থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে । আজ সোমবার (২৮জানুয়ারী) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার শহরতলীর দৌলতদিয়ার মাঝেরপাড়া থেকে তাকে ইয়াবাসহ আটক করে পুলিশ। আটককৃত সজীব শহরের জ্বীনতলা পাড়ার ইকরামুল ইসলামের বড় ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় ,সোমবার দুপুরে দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সজীব ইয়াবা বিক্রির জন্য শহরতলী দৌলতদিয়ারের মাঝের পাড়ায় অবস্থান করছে। পরে

অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ’র নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সজীবকে আটক করে। এ সময় তার কাছে থাকা ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। মাদক বিরোধী অভিযানের একটি অংশ হিসেবেই অভিযানটি পরিচালনা করা হয়।

পিবিএ/জেডআই

 

 

আরও পড়ুন...