বিমানবন্দরে ট্রাক চাপায় নিহত শ্যালক-দুলাভাই’র লাশ রায়পুরায় নিয়ে যাচ্ছেন স্বজনরা

পিবিএ,ঢামেক: রাজধানীর বিমানবন্দরে ট্রাক চাপায় নিহত শ্যালক-দুলাভাই ডালিম (২০) ও মোবারক হোসেনের (৩০) লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাদের লাশের ময়না তদন্ত সম্পন্ন করেন বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ। এরআগে বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) শ্রীদাম চন্দ্র রায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশ দুটি নরসিংদীর রায়পুরায় নিয়ে যান স্বজনরা।

নিহত ডালিমের বাবা আতর মিয়া জানান, তার মেঝো ছেলে সোহরাব সৌদি আরব প্রবাসি। বড় ছেলে রুবেলও সৌদি আরব যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ২ টায় তার বিমানের ফ্লাইট। সেজন্যই রবিবার দুপুরে নরসিংদী থেকে রুবেলকে এগিয়ে দিতে তার ভাই ডালিম ও দুলাভাই মোবারক ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এরপর উত্তরা হাউজ বিল্ডিং এলাকে একটি হোটেলে উঠেন তারা। রাতে রুবেলকে বাসায় রেখে ডালিম ও মোবারক বিমানবন্দর এলাকায় ঘুরতে আসে। রাত পৌনে ১ টার দিকে বিমানবন্দর গোলচত্ত্বরের ফুটপাথ দিয়ে হেটে বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। তখনই একটি রড বোঝাই ট্রাক ফুটপাথে তাদের উপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারা ২ জন।

বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) শ্রীদাম চন্দ্র রায় জানান, ঘটনার পরপরই ঢাকা থেকে বগুড়া গামী ট্রাকটির চালক শাহীন (৩৫) ও চালকের সহযোগী লেবুকে (২২) আটক করা হয়েছে। আর ঢাকা মেট্রো ট- ১৬-৯১৪৫ নাম্বারের ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে। ডালিমের বাবা আতর মিয়া বাদি হয়ে একটি মামলা করেছেন।

 

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...