নিম্ন আয়ের মানুষের পাশে গৌরী আরবান এক্স স্টুডেন্টস এসোসিয়েশন

পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবে নিম্ন আয়ের মানুষের এখন প্রয়োজন খাদ্যের। আর এই নিম্ন আয়ের মানুষদের কথা ভাবনায় এনে শহরের গৌরী আরবান এক্স স্টুডেন্টস এসোসিয়েশন একদল ছাত্র ছাত্রী সহোযোগিতার হাত বাড়িয়েছে। ইতিমধ্যেই শহরের প্রধান সড়ক গুলোতে পায়ে হেটে বিতরণ করেছেন চাল, ডাল আর আলু। যদিও আয়োজন সল্পপরিসরে হলেও আশার আলো জেগেছে জনসাধারণেরর মানুষের মনে।

আজকের এই কর্মকান্ডের প্রধান উদ্যোক্তা সভাপতি ইমেলদা হোসেন দীপা জানান, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে নিম্ন আয়ের মানুষদের খাবারের যোগান দিতে হবে। তবেই তাদের ঘরে রাখা সম্ভব হবে। তাতে সংক্রামক ব্যাধিটির সংক্রামিত হবে কম। এতে হয়তো বেঁচে যাবে পুরো দেশ পুরো জাতি।

দৈনিক বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি মাকছুদা খাতুন বলেন, আমাদের সকলের ছোট ছোট উদ্যোগই বড় কিছু করবে। তাই যার যার জায়গা থেকে সাধ্যমত সহোযোগিতার হাত বাড়ানো উচিৎ। এখন সময় দেশের জন্য কাজ করার। পথে পথে ঘুরে নিম্ন আয়ের মানুষদের হাতে একবেলার আহার তুলে দিলে, তার উপহার দেওয়া হাসিটি মনে বড়ই তৃপ্তি যোগায়। প্রেরনা যোগায় আরো কিছু করার।

এই কর্মকান্ডের সার্বিক সহোযোগিতায় ছিলেন, এসোসিয়েশনের এই মহৎ উদ্যোগে অর্থ সহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করেছেন গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা বাংলাদেশের আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা জনাব আনোয়ার হোসেন রতু। এছাড়া আরও ছিলেন, কোষাধ্যক্ষ রুবি, সেক্রেটারি আয়েশা সিদ্দিকা এমিলি, আঁখি আরজু, বিবেক, অপু , বাবু।

পিবিএ/সোহাগ লুৎফুল কবির/বিএইচ

আরও পড়ুন...