হোম কোয়ারেন্টাইনে মিথিলার গান ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: স্বামীকে মুগ্ধ করতে তারই লেখা গান ‘নিজেকে ভালোবাসো তুমি এবার’ ঘরে বসে গিটার বাজিয়ে গাইলেন মিথিলা। আর সেই গানের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সৃজিত নিজেই। বাংলা ট্রিবিউন, বাংলা নিউজ, বাংলাদেশ প্রতিদিন

মিথিলার গলায় সৃজিতের লেখা গানের কথাগুলো এমন- সকালের আলো মেখে চার চাকা পায়ে, কবে দূর, যাবে আবার/ বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়, খুঁজে সুর, পাবে আবার/ সেই হারানো চড়ুইয়ের ডাক, বলে যে গেছে সে চলে যাক। গানটি মৈনাক ভৌমিকের ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’-এর জন্য লিখেছিলেন সৃজিত মুখার্জি। যার সুরকার অঞ্জন দত্তের ছেলে নীল দত্ত।

মুসলিমদের সমান অধিকার রয়েছে, আছে দেশের প্রতি কর্তব্যও, বললেন মোদী ≣ [১] করোনা শনাক্তে হয়রানির অভিযোগ যাত্রীদের, রয়েছে মেশিনারিজ সংকট ও সমন্বয়হীনতা ≣ পারিবারিক কলহের জেরে শিশুকে অপহরণ, চক্রের মূলহোতা গ্রেপ্তার এই গানটিই নতুন ঢঙে গাইলেন মিথিলা। আর সেটি ভিডিও আকারে টুইটারে প্রকাশ করেছেন সৃজিত।

সৃজিতের পোস্টটি রিটুইট করে মিথিলা লেখেন, কোয়ারেন্টািইনে থেকে ভাবলাম আমার গিটারের স্কিলটাকে একটু ভালো করা উচিত। আর একই সঙ্গে সৃজিতকেও মুগ্ধ করবো ভাবলাম। এই সুন্দর লিরিক্সটা সৃজিতই লিখেছেন।

সম্প্রতি সৃজিত সদ্য বিবাহিত স্ত্রী মিথিলার পরামর্শে তার নতুন ছবির ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর কাজ করতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকে ফিরতে ফিরতে দু’দেশই ততক্ষণে করোনায় আক্রান্ত হয়। করোনা ঠেকাতে আপাতত ভারত-বাংলাদেশে যাতায়াত বন্ধ। তাই সৃজিত থেকে গেছেন ভারতে আর মিথিলা বাংলাদেশে। জানা যায়, গান তো বটেই ভিডিও কলেই কাটছে তাদের হোম কোয়ারেন্টাইনের দিনগুলি। সম্পাদনা : মাজহারুল ইসলাম

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...