গোপালপুর পৌর এলাকায় জীবাণুনাশক স্প্রে করলেন মেয়র

পিবিএ,লালপুর: “আতঙ্ক,গুজব,ভয় নয়, সচেতনতাই প্রতিরোধের সর্বোত্তম উপায়” এই স্লোগান নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকায় সোমবার জীবানুনাশক স্প্রে করলেন গোপালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম।

এ সময় তিনি বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসা, সামাজিক দুরত্ব বজায় রাখা, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, জনসমাগম না করা ইত্যাদি বিষয়ে জনগণকে অবহিত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর খন্দকার আব্দুল বারী, নাজির হোসেন, আসাদুল ইসলাম, আবু সুফিয়ান, জিয়াউর রহমান লিটু, মাসুদ রানা, শাহাজাহান আলী, আব্দুর রশিদ সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।

পিবিএ/মাজহারুল ইসলাম/বিএইচ

আরও পড়ুন...