পিবিএ, হিলি : দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া গ্রামে ৩০ টি পানের বরজ আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
সোমবার বিকেল ৫ টার দিকে সীমান্তের ২৮৮ নং পিলার সংলগ্নে পানের বরজে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। খরব পেয়ে হিলি ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মমিনুল ইসলাম নামের এক পান চাষী জানান, আমার সম্বল বলতে ১৬ শতকের একটি পানে বরজ ছিল। সেটিও পুড়ে গেল, এখন কিভাবে পরিবারের খাবার জোগাড় করবে।
দেলোয়ার হোসেন নামের আরেকজন জানান, তার দুই বিঘা মাটিতে দুটি বরজ ছিল। আগুনে তা পুরোপুরি ছাই হয়ে গেল। আমরা এখন কিভাবে বাঁচব।
পানচাষী সোহরাব হোসেন বলেন, আমি শেষ, আমার একমাত্র অবলম্বন পুড়ে ছাই হয়ে গেছে। এই বরজের উপর আমি নির্ভরশীল। আমার তিনটি পান বরজ ছিল, সব পুড়ে ছাই হয়েছে।
বরজ শ্রমিক সুরুজ আলি জানান, বরজে ধোঁয়া দেখে আমরা আগুন নিভাতে ছুটে যাই। বাতাসের গতি বেশি থাকায় নিমিষেই আগুন ছড়িয়ে যায়। আগুনে প্রায় ৪০ টি বরজ পুড়ে গেছে। আমরা প্রায় ২০০ জন শ্রমিক এই বরজগুলোতে কাজ করি। প্রতিটি বরজে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার পান ছিলো।
হিলি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এবং এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনি। তিনি আরও বলেন, এখানে প্রায় ৫শ’ বিঘার পানের বজের মধ্যে ৪০ বিঘা পানের বরজ পুড়ে যাওয়ায় প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রাপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলম বলেন,আমি আগুন লাগার বিষয়টি জানতে পেরেছি।যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে।তালিকা তৈরি শেষ হলে ক্ষতিগ্রস্থদের সবধরণের সহযোগিতা দেওয়া হবে।
পিবিএ/সোহেল রানা/মোআ