পিবিএ, মানিকছড়ি : মানিকছড়িতে ত্রাণ সংকট দেখা দিয়েছে। উপজেলার ৯০% লোক শ্রমজীবি। কেউ নিজ জমিতে,আবার কেউ পরের জমি-জমায় কাজ করে জীবিকা অর্জন করেন। করোনা’ প্রতিরোধে জনসমাগমে সরকার বিধিনিষেধ আরোপ করায় গত ২৬ মার্চ থেকে লোকজন গৃহবন্দি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার দেশব্যাপি অঘোষিত‘লকডাউনে’লোকজন অনেকটা গৃহবন্দি অবস্থায় দিনাতিপাত করছে। যার কারণে জনপদে খাবার সংকটের আশংকায় সরকার দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানিকছড়ি উপজেলায় ১০ মে.টন চাউল ও ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন। ফলে উপজেলা প্রশাসন ২৯ মার্চ থেকে জনপদের ঘরে ঘয়ে গিয়ে কর্মহীন শ্রমজীবিদের খুঁজে খুঁজে ১০ কেজি চাউল, ৫শ গ্রাম ডাল, ৫ শ গ্রাম তৈল, ৫শ গ্রাম লবণ, ১টি সাবান, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ বিতরণ অব্যাহত রেখেছেন।
কিন্তু এ জনপদেও ৯০% লোক শ্রমজীবি। কেউ নিজ জমিতে,আবার কেউ পরের জমি-জমায় কাজ করে জীবিকা অর্জন করেন। করোনা’ প্রতিরোধে জনসমাগমে সরকার বিধিনিষেধ আরোপ করায় গত ২৬ মার্চ থেকে লোকজন গৃহবন্দি। ফলে অর্ধলক্ষাধিক জনপদে খাদ্য সংকট প্রতিনিয়ত বাড়ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন যাবৎ উপজেলার তৃণমুলে অতিদরিদ্র ও অস্বচ্ছল পরিবারে ত্রাণ বিতরণ চলছে। ত্রাণ বিতরণের খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় ত্রাণের পিছে ছুঁটছে লোকজন। ইচ্ছা থাকলেও সাধ্য না থাকায় প্রশাসন চাহিদানুযায়ী ত্রাণ দিতে পারছেনা। ফলে ত্রাণ না পাওয়া লোকজন জনপ্রতিনিধি ও প্রশাসনকে নিয়ে বিরুপ মন্তব্য করতে দ্বিধা করছে না।
৩১ মার্চ সকালে উপজেলার তালতলা, লেমুয়া ও কুমারী এলাকায় প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রণে শামিল হয়েছেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাওসার জাহান পিএসসি জি,। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, পিআইও মো. কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবুল কালাম আজাদ ও ইউপি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ত্রাণ বিতরণ কার্যক্রম সর্ম্পকে বলেন, করোনা প্রতিরোধে সরকারের গৃহিত বিধিনিষেধে কর্মহীন মানুষের খাদ্য সংকট মোকাবেলায় ১০ মেট্রিক টন খাদ্যশষ্য ও ৫০ হাজার টাকা বরাদ্দ এসেছে। উপজেলার ৪ ইউপি’র ১ হাজার পরিবারকে আপাদত ত্রাণ দিতে পারবো। উপজেলার বিত্তশালীরা এ ত্রাণ কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে জনগণের চাহিদানুযায়ী ত্রাণ কার্যক্রম বেগবান করা যাবে।
সরকারের পাশাপাশি মানিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. জব্বার, থানা পুলিশ,সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক নিজ নিজ উদ্যোগে জনগণের মাঝে চাউলসহ শুকনা খাবার বিতরণ করছেন।
মো. জাকির হোসেন