পিবিএ,ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাস কাউন্টারের পাশে ডোবা সংলগ্ন ঝোপঝাড় থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় সেলিম ওরফে বৃষ্টি (৫০) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বৃষ্টি রাজধানীর ভাটারা এলাকায় থাকতেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এবিএম আসাদুজ্জামান জানান, বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পাশে ডোবা সংলগ্ন ঝোপঝাড় থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।
পিবিএ/ এমটি/জেডআই