পিবিএ, তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুরে হোম কোয়ারেন্টিনে থাকা একটি পরিবারকে খাদ্য সহায়তা বাড়ি বয়ে পৌছে দিলেন থানার ওসি মো. আতিকুর রহমান।
শুক্রবার রাত ১১টায় উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে ওসি নিজের ব্যাক্তিগত তহবিল হতে নিজেই ওই পরিবারের গিয়ে সদস্যদের খাদ্য সহায়তা তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার গাজীপুরে তৈরী পোষাক কারখানা শ্রমিক সর্দি জ্বর কাশিতে মৃত্যুর পর নিকটাত্বীয় হিসাবে নামাজে জানাজা ও দাফনে শরীক হতে উপজেলার মাহতাবপুর গ্রামে বৃহস্পতিবার রাতে গিয়েছিলেন পাশ্ববর্তী
মল্লিকপুর গ্রামের ঐ পরিবারের কয়েকজন সদস্য।
জানাজা শেষে গ্রামে ফেরার পর বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর ভেতর ওই রাতে করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়ে। গ্রামবাসী রাতেই বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানালে ওই শ্রমিক পরিবারের নারী
শিশু পুরুষসহ সাত সদস্যকে বৃহস্পতিবার রাত হতে দুই সপ্তাহ (১৪) দিন হোম কোয়ারেন্টিনে থাকার নিদের্শনা দেয়া হয়।
শুক্রবার দিনভর নিজ বাড়ি হতে বের না পেতে ওই পরিবারে দেখা দেয় খাদ্য সংকট। রাতে তাহিরপুর থানার ওসির সরকারি মুঠোফোনে বিষয়টি অবগত করেন।
আতিকুর রহমান বলেন , তাদের দূর্দশার কথা শুনে নিজের ব্যাক্তিগত তহবিল হতে চাল, ডাল, পেয়াজ,আলু,সাবান, শিশু খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে রাতে মল্লিকপুর গ্রামের ঐ বাড়িতে নিজে পৌছে দিয়েছি।
পিবিএ/রাহাদ হাসান মুন্না/মোআ