পিবিএ ডেস্ক: শরীরে অল্প কিছু লক্ষণ দেখলেই অনেকেই ভাবেন করোনায় আক্রান্ত। কিন্তু করোনা হলে নিম্নে যেসব রক্ষণ দেখা দিতে পারে তা নিচে দেয়া হলো।
* শুকনা কাশি + হাঁচি = ডাস্ট এলার্জি!
*কাশি + কফ + হাঁচি + নাক দিয়ে পানি = সাধারণ সর্দিজ্বর!
*কাশি + কফ + নাক দিয়ে পানি + হাঁচি + শরীর ব্যথা + দুর্বলতা + হালকা জ্বর = সাধারণ ভাইরাল ফিভার!
*শুকনা কাশি + হাঁচি + শরীর ব্যথা + দুর্বলতা + বেশি জ্বর (>102) + শ্বাসকষ্ট = সম্ভাব্য করোনা ভাইরাস!