পিবিএ,ঢাকা: আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাজধানীর উত্তরার কাওলা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমান ইয়াবাসহ বৈদেশিক মুদ্রা ও পাসপোর্ট উদ্ধার করা হয়।
র্যাব জানায় , গত ৩১ ডিসেম্বর শ্রীলংকার রাজধানী কলম্বোর উপকন্ঠে মাউন্ট লাভিয়ান এলাকায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে ২৭২ কেজি হেরোইন ৫ কেজি কোকেনসহ মোঃ জামাল উদ্দিন ও রাফিউল ইসলাম নামক দুই বাংলাদেশী গ্রেফতার হয়। এর আগে ১৪ ডিসেম্বর শ্রীলংকার একই এলাকা হতে ৩২ কেজি হেরোইন সহ বাংলাদেশী নাগরিক সূর্যমণিকে গ্রেপ্তার করা হয়। মাদকসহ বাংলাদেশী গ্রেপ্তার হওয়ায় শ্রীলংকায় তোলপাড় সৃষ্টি হয়।
তারই প্রেক্ষিতে র্যাব একটি ট্রাক্সফোর্স গঠন করে অভিযানে নেমে চয়েজ রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়। পরে ওই বিষয়ে র্যাব আরো তদন্ত শুরু করে রাজধানীর বিমান বন্দর কাউলা এলাকা থেকে আন্তর্জাতিক মাদক চোরাচালান সিন্ডিকেট চক্রের ৫ সক্রিয় সদস্যকে ১,৯৭০ পিচ ইয়াবা, বৈদেশিক মুদ্রা ও পাসপোর্টসহ গ্রেপ্তার হয়।
অটকরা হলেন- শরিয়তপুরের কোদালপুরের ইমাম হোসেন এর মেয়ে ফাতেমা ইমাম তানিয়া, চট্টগামের গাছুয়ার আশরাফ উল্লাহ’র মেয়ে আফসানা মিমি, মানিকগঞ্জের সরুপাই এলাকার সালাম মিয়ার মেয়ে সালমা সুলতানা, বগুড়ার তপাজ্জুল শেখের ছেলে শেখ মোহাম্মদ বাধন ওরফে পারভেজ এবং শরিয়তপুর চরভাগার নাছিরের ছেলে রহুল আমিন ওরফে সায়মন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। বাংলাদেশে তাদের নিয়ন্ত্রক মোঃ আরিফ উদ্দিন। আরিফ উদ্দিন এর আল-আমিন ফ্যাশন বায়িং হাউস নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। আরিফ উক্ত ব্যবসার অন্তরালে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের সাথে জড়িত।
উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
পিবিএ/এফএস