পিবিএ,ঢাকা: শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশে করোনার ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে অসহায়, হত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
সেই লক্ষ্যে সোমবার উত্তরায় এলামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের বাসার নিচে হতদরিদ্র ও শ্রমজীবী পরিবারকে সাহায্য করার জন্য বিভিন্ন সামগ্রী একসাথে করে প্যাকেট করা হয়েছে।
সামগ্রীর মধ্যে রয়েছে: চাউল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, সাবান ১ টা, লবন হাফ কেজি। এই কাজে আর্থিক ও শারীরিক ভাবে অংশগ্রহণ করেছেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা: ড. মো: হুমায়ুন কবির, উপ প্রধান উপদেষ্টা – নুর নাহার ইয়াসমিন, প্রথম ব্যাচের ছাত্র ও এলামনাই এসোসিয়েশন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি এ.কে.মুরাদ, এসোসিয়েশনের সভাপতি-সাইদুর রহমান শিপলু, সহ সভাপতি -এ এইচ এম তারভীর উল্লাহ, সাধারণ সম্পাদক-মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক- মুনসুর আহমেদ মাসুম,সাংগঠনিক সম্পাদক – রুবেল আহমেদ, অর্থ ও দপ্তর সম্পদক- আকরাম হোসেন, প্রচার ও প্রচারণা সম্পাদক – শাহরিয়ার রহমান রতন, সহকারী প্রচার ও প্রচারনা সম্পাদক ও নির্বাহী সদস্য-মোঃ মোক্তার জামান স্বাধীন, উপদেষ্টা সদস্য: শাকির সিদ্দিকী , এস. এম. ইফতি, মো: হুমায়ন কবির সুমন , মেহেদী হাসান, মঞ্জুর হোসেন, ইকবাল হোসেন, মোঃ জামাল হোসেন, কাজী মাহমুদুর রহমান রাজ, নির্বাহী সদস্যবৃন্দঃ হারুনুর রশিদ ঢালী বাবু, মারুফ হাসান রুমন প্রমুখ ।
শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণএলামনাই এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, আমরা এলামনাই এসোসিয়েশন ছবি না তুলে, পরিচয় গোপন রেখেই নিজেরাই অসহায় ও নিম্ন আয়ের মানুষদের সাথে যোগাযোগ করে বাসায় খাদ্য সামগ্রী পৌছে দেবো। এই মহতী কার্যক্রমের সাথে যারা আর্থিক ও শারীরিক সহযোগিতা করেছেন এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান তিনি । সেই সাথে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি।
পিবিএ/এমএসএম