মিরপুরে ৫০ পরিবারে ত্রাণ দিলেন চমক তারা

পিবিএ,বিনোদন: করোনা মোকাবিলায় ইতোমধ্যে দেশের শিক্ষা-প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরনের শুটিং। পাশাপাশি তারকারাও এ মহামারি ভাইরাস নিয়ে নানান ধরনের পোস্ট দিচ্ছেন তাদের ফেসবুকে, এবং পাশে দাঁড়াচ্ছেন অসহায় মানুষের। সেই কাতারে এবার যুক্ত হলেন নায়িকা চমক তারা ।

সোমবার সারাদিন মিরপুরের ৫০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ দিয়ে সাহায্য করছেন এই নায়িকা।

চমক তারা বলেন, আমি চেয়েছিলাম আরো বেশি মানুষকে সাহায্য করবো কিন্তু আমার সমথন এতটুকু তাই আমি যা পেরেছি তাই দিয়েছি। আর আমি সবার কাছে এতটুকু বলবো দেশের এই মহামারীতে যে যা পারেন সাহায্য করেন।

পিবএি/মারুফ সরকার/এমএসএম

আরও পড়ুন...