পিবিএ,বেনাপোল: অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ২৯ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে ৪ জন নারী পুরুষকে আটক করছে খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে থেকে পুটখালী সীমান্ত দিয়ে একদল নারী-পুরুষ পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে,বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৪ জন নারী পুরুষকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোছাঃ নাছিমা আক্তার(৩০),লক্ষণ বিশ্বাস(৬৫), উন্নত মধু মজুমদার(৫০),শ্রী মৃনাল মজুমদার(২৮)। আটকৃতদের বাড়ি খুলনা,ঝিনাইদহ,গোপালগঞ্জ জেলায়।
খুলনা২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, বেনাপোল পোর্টথানাধীন পুটখালী সীমান্ত থেকে ৪ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।
পিবিএ/এনইউ/ইএইচকে