করােনাভাইরাস: ফের ছুটি বাড়ালাে যবিপ্রবি

পিবিএ,যবিপ্রবি: করােনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার ও সংক্রমন ঠেকাতে সরকার নির্দেশিত সাধারণ ছুটির সাথে সমন্বয় করে ফের ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বৃদ্ধি করেছে যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

১১ এপ্রিল শনিবার যবিপ্রবির রেজিষ্ট্রার প্রকৌশলী মাে. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ছুটি বদ্ধি করা হয়। করােনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার ও সংক্রমন রােধ করতে প্রথম ১৮ মার্চ থেকে ছুটি ঘােষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পিবিএ/মোসাব্বির হোসাইন/এমএসএম

আরও পড়ুন...