ইসমাইল হোসেন স্বপন, ইতালি : প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত প্রবাসীর নাম মানিক মিয়া (৪২)।
শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩ টায় ইতালির মিলানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশে মানিক মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে। মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি আব্দুল বাসিত দোলই বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে করোনাভাইরাসে ইতালিতে ৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
জানা গেছে, মানিক মিয়া (৪২) দীর্ঘদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিলান স্থানীয় নিগোয়ারা হাসপাতালে ভর্তি হন।
সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিউতে নেয়া হয়। পরে শনিবার তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে ইতালিতে বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ইতালিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৬১৯ জন। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬৮।
শনিবার (১১ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৪৯ জন। এনিয়ে দেশটি করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ২৭১ জনে ছাড়িয়েছে।
শনিবার (১১ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এই একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৯ জন। সব মিলিয়ে প্রায় ৩২ হাজার ৫৩৪ জন সুস্থ হয়ে নিজ পরিবারের কাছে ফিরেছেন।
এদিকে ইতালির বিভিন্ন অঞ্চলে করোনায় আক্রান্তদের সহযোগিতায় কাতার,আলবেনিয়া, চীন ,কিউবা এবং রাশিয়া থেকে আগত মেডিকেল টিম সেবা দিয়ে যাচ্ছে।
করোনা মহামারিতে ৬ কোটি জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবন চাকা সচল রাখতেও বোনাস ঘোষণা দিয়েছে ইতালি সরকার।
পিবিএ/ইসমাইল হোসেন স্বপন/মোআ