পিবিএ , চাঁদপুর : চাঁদপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মো. ফয়সাল (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। তিনি গত ২৬ মার্চ কর্মস্থল নারায়নগঞ্জ থেকে বাড়িতে ফিরেন।
জানা গেছে, সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের ফয়সাল গত ২৬ মার্চ কর্মস্থল নারায়গঞ্জ থেকে বাড়িতে আসনে। পরে জ¦র, সর্দিকাশিতে ভুগছিলেন। শনিবার রাতে তার মৃত্যু হয়। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে তার দাফন সম্পন্ন হয়। রাতেই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
পিবিএ/মিজানুর রহমান/মোআ