ঝিনাইদহে লাশ দাফনে কেউ ছিল না, পুলিশের কাঁধে লাশ

কামরুজ্জামান লিটন , ঝিনাইদহ : ঝিনাইদহ পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের খাজুরা গ্রাম শনিবার ১১ এপ্রিল এক ব্যক্তি কাশি, সর্দি জ্বর ও শ্বাস কস্ট জনিত মারা যান। মৃত্যু উপসর্গের কথা স্বজনদের মাঝে প্রচার হতেই কেহ লাশ দাফনে এগিয়ে এলো না। জেলার পুলিশ সুুপার হাসানুজ্জামান( (পিপিএম) খবর পেয়ে পুলিশ সদস্যদের দিয়ে লাশ দাফন করেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, খাজুরা গ্রামের এক ব্যক্তি কাসি, সর্দি জ্বর ও শ্বাস কস্ট জনিত মারা যান। কিন্তু সাম্প্রতিক সময়ের মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন, এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এমন আতংকে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, পরিজন, পাড়া পতিবেশী কেউই মৃতের কোন সৎকার কাজে এগিয়ে আসেনি। খবরটি জেলার পুলিশ সুুপার হাসানুজ্জামান( (পিপিএম) শুনতে পারেন। এর পর কাল বিলম্ব না করে তিনি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠান।
ঝিনাইদহ পুলিশ সুপার এর নির্দেশ মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবুল বাশার ও সদর থানার ওসি মিজানুর রহমান সংগীয় ফোর্স সহ মুসলিম শরিয়তের বিধান অনুযায়ী মৃত ব্যক্তির গোসল, এবং জানাযা পড়েন। নিজেরাই মৃত ব্যক্তির কাফন পরানো খাটিয়া নিজেদের কাঁধে বহন করে দাফন সম্পন্ন করলেন। আর এ ঘটনায় আবারও প্রমাণ হলো, পুলিশ জনগনের বন্ধু। ঝিনাইদহ জেলার মানুষের এখন একমাত্র ভরসা ও আশ্রয়স্থল জেলা পুলিশ ।

সেই সাথে ঝিনাইদহ জেলার মানুষ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ( পিপিএম) কে সারা জিবন মনে রাখবেন বলে সাধারণ মানুষ বলছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।

পিবিএ/ মোআ

আরও পড়ুন...