পিবিএ,টঙ্গী(গাজীপুর) : গাজীপুরে রোববার ভোর থেকে ১’শ ৫০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গাজীপুরের সিভিল সার্জনসহ তার কার্যালয়ের ১২ কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। গতকাল শনিবার পাঁচজনের দেহে করোনাভাইরাস পাওয়ার পর এই সিদ্ধান্ত জানানো হয়।
সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
ডা. মো. খায়রুজ্জামান বলেন, শনিবার গাজীপুর মহানগরীর চারজন ও কাপাসিয়ার এক ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস পজিটিভ এসেছে। ওই পাঁচজনের মধ্যে তার অফিসের নাইট গার্ডও রয়েছেন। করোনা রোগীরা যাদের সংস্পর্শে আসেন তাদেরও সংক্রমণের সম্ভাবনা থাকে। এ জন্য তিনিসহ তাঁর অফিসের ১৩ কর্মকর্তা-কর্মচারীসহ সংস্পর্শে আসা মোট ১৫০ জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তিনি সরকারি বাসাতে কোয়ারেন্টিনে থেকেই কাজ করছেন। পরিস্থিতি অবনতি ঘটায় শনিবার সন্ধ্যা থেকে জেলা প্রশাসন গাজীপুর জেলা লকডাউন ঘোষণা করেছে। সবাইকে ঘরে থাকার আহ্বানও জানান তিনি।
পিবিএ/নাইমুল ইসলাম/মোআ