পিবিএ, চুয়াডাঙ্গা : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে রেহদান খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কেডিকে ইউনিয়নের মৃত লতিফ হোসেনের স্ত্রী।
মেয়ের বাড়ি বড়োতে এসে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে পরীক্ষা জন্য ঢাকায় পাঠিয়েছে। এ ঘটনায় ওই এলাকার চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, মৃত ব্যক্তি তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে জ্বর,কাশি ও ডায়রয়িায় আক্রান্ত হন। এ অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রির্পোট হাতে পাওয়ার পর জানা যাবে করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
পিবিএ/ সনজিত কর্মকার/ মোআ