পিবিএ,ঢাকা: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া ক্যাপ্টেন (অব.) আব্দুল মজিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিষয়ে তথ্য প্রকাশ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
নাসিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী খুনিদের ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় জাতি স্বস্তি পেয়েছে। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এই হত্যাকারী আজকের তার দণ্ড কার্যকর হওয়াতে দেশবাসী আনন্দিত। আমরাও আনন্দিত।
তিনি বলেন, এখন যেটা প্রয়োজন জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়ার আমলে সে কিভাবে একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করল সে তথ্যটি দেশবাসীকে জানানো। কোনো কর্মকর্তারা বিশেষ করে দেশের মধ্যে তাকে উচ্চপদস্থ করেছিল এটা দেশবাসীর জানা প্রয়োজন। খুদের তথ্য অনুযায়ী এই জিনিসটি প্রকাশের জন্য আমি সরকারের কাছে অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি।
পিবিএ/এমআর