পিবিএ,কুমিল্লা: চলমান করোনা ভাইরাসের সংক্রমণের ফলে উদ্ভূত পরিস্থিতিতে নিজ বিভাগের অসচ্ছল শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ। করোনার প্রভাবে বিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ফান্ড গঠন করা হয়েছে।
বিভাগের সমন্বয়করা জানান, বিভাগের শিক্ষকবৃন্দ এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। আপদকালীন সময়ে গণিত পরিবারের কোন শিক্ষার্থী অত্যাধিক অর্থকষ্টে ভোগলে তাকে বা তাদেরকে সহযোগিতা করা আমাদের মহানুভবতা নয়, তা আমাদের দায়িত্ব। সেই উপলব্ধি থেকেই বিভাগের শিক্ষার্থী যারা বর্তমান পরিস্থিতিতে নূ্ন্যতম জীবনধারণে বেগ পাচ্ছে তাদেরকে সহযোগিতার জন্য বিভাগের উদ্যোগে একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত ফান্ড থেকে যাদের প্রয়োজন সেই সকল শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াবে বিভাগ।
বিভাগটির সহকারী অধ্যাপক জিল্লুর রহমান বলেন,আমাদের গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সবার আর্থিক অবস্থা সমান বা স্বচ্ছল নয়। অনেক শিক্ষার্থীরা অনেক কষ্ট করে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অনেকে তাদের টিউশনের টাকা দিয়ে নিজের পড়াশোনা চালাতো এমনকি নিজের অস্বচ্ছল পরিবারকে সহযোগিতা করত। অনেকের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি হয়তো এই পরিস্থিতিতে পরিবারের নূন্যতম ভরণপোষণের ক্ষেত্রে মারাত্নকভাবে হিমশিম খাচ্ছে। এতে লজ্জার কিছু নেই, অনেকেই পরিস্থিতির শিকার। অামাদের জানালে সমস্যা বিবেচনায় সহযোগিতা করা হবে। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যেও যদি কেউ অস্বচ্ছল বা বর্তমান পরিস্থিতিতে সমস্যাগ্রস্ত হয় তা বিবেচনায় নিয়েও সহযোগিতা করা যেতে পারে। সকল শিক্ষার্থীদের সর্বোচ্চ সতর্ক ও বাসায় থাকার অনুরোধ জানান তিনি।
পিবিএ/মোঃ জাহিদুল ইসলাম/এএম