রংপুরে টিসিবি’র পণ্য উদ্ধার, আটক-২

পিবিএ, রংপুর : রংপুর জেলার পাকপাড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা টিসিবির ৩ হাজার ২০০ লিটার সয়াবিন তেল ও ৫ বস্তা চিনি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যায় ওই এলাকার রূপান্তর টাওয়ার সংলগ্ন একটি গোডাউন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়েছে।

এ সময় টিসিবির ডিলার পার্থ ঘোষ (৩১) ও তার বড়ভাইকে আটক করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে টিসিবির ডিলার পার্থ ঘোষের ভাড়া নেয়া একটি গোডাউন থেকে ৩২০০ লিটার তেল ও ৫ বস্তা চিনি উদ্ধার করা হয়। এসময় পার্থ ঘোষ ও তার বড়ভাই মিথুন ঘোষকে (৪০) আটক করে পুলিশ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/রানা চৌধুরী/মোআ

আরও পড়ুন...