মেসি স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানালেন

ট্রফি জিতেই ক্যারিয়ার শেষ করতে চান মেসি

পিবিএ, ঢাকা : স্বাস্থ্যকর্মীদের এবার ধন্যবাদ দিলেন লিওনেল মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা পরশু বিশেষ এক বার্তায় ধন্যবাদ দিয়েছেন বিশ্বজুড়ে লড়াই চালিয়ে যাওয়া সেই সব স্বাস্থ্যকর্মীকে।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবার সামনে আছেন তাঁরা। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেই সেই স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। করোনায় আক্রান্ত হয়ে মারাও গেছেন অসংখ্য স্বাস্থ্যকর্মী। ভয়ডরহীন এসব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিলেন লিওনেল মেসি।

গত শনিবার শেষ হয়েছে অষ্টম বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ। সেই উপলক্ষেই স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিলেন ফুটবলে ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। নিজের ইনস্টাগ্রামে ইউনিসেফের বিশেষ দূত মেসি লিখেছেন স্বাস্থ্যকর্মীদের নিয়ে, ‘গতকাল বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ শেষ হলো। তাঁরা যে কাজ করছেন সেটির জন্য আমি ইউনিসেফকে সঙ্গে নিয়ে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি নাম না জানা সেই সব বীরকে, যারা পরিবার থেকে দূরে থেকে দিনরাত পরিশ্রম করে চলেছেন আমাদের কোভিড ১৯ ভাইরাস থেকে বাঁচাতে। ধন্যবাদ জানাচ্ছি কারণ এত কিছুর পরও তাঁরা কাজ করে যাচ্ছেন গর্ভবতী নারী, শিশু ও কিশোরদের যত্নে।

পিবিএ/ সূত্র: ইউনিসেফ।’

আরও পড়ুন...