পিবিএ, টঙ্গী(গাজীপুর) : করোনা মানুষকে বুঝিয়ে দিয়েছে কেউ কারো না। আরো একবার সেই চিত্র দেখা গেলো গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের মোল্লাবাড়ি সড়কে। ষাটোর্ধ নারীর লাশ পরে আছে তারই বাড়ির সামনে মার্কেটের বারান্দায়। এগিয়ে আসছে না সন্তান সন্ততি। সরে পরেছে যে যার মত।
খবর পেয়ে মুহুর্তে ছুটে এলেন জনদরদী মেয়র জাহাঙ্গীর আলম। তার নির্দেশে হাজী কছিম উদ্দিন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা দাফনের আয়োজন করে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এম হেলাল উদ্দিন জানান, মৃত নারী আউচপাড়া মোল্যাবাড়ি রোড নিবাসী ইয়াকুব আলী মোল্যার স্ত্রী। তার ছেলের নাম বিপুল। হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পরে মারা গেছেন (“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বাড়ির ভিতর থেকে কেহই আর এগিয়ে আসে নি। কেউ একজন জানিয়েছে স্বজনরা গ্রামের বাড়িতে চলে গেছে। সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের নির্দেশে তারা লাশ দাফনের কাজ করতে এসেছেন।
খবর পেয়ে রাতেই সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে আসেন। পরে তার তত্ত্বাবধানে লাশ দাফন করা হয়।
মেয়র জাহাঙ্গীর আলম পিবিএ কে বলেন, মানুষ হিসাবে আমরা সবাই মৃত্যুবরণ করবো। মানবিক বিবেচনা করেই তিনি ছুটে এসেছেন। তিনি ৫৪ নং ওয়ার্ডের হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মানুষের বিপদে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।
পিবিএ/মোহাম্মদ আলম