টঙ্গীতে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

পিবিএ, টঙ্গী(গাজীপুর) : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েক দফায় ছুটি বাড়ানো হয় বিজিএমইএ ও বিকেএমইএ এর নির্দেশনা অনুযায়ী।

ইতোমধ্যে বেতন ভাতা পরিষোধ করতে কারখানা মালিকদের নির্দেশনা দেয়া হযেছে। তবে পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী বেতন পরিষোধ না করে কারখানা ফের বন্ধের সংবাদ পেয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ব্লু ফ্যাশন লি:,আটলান্টিক ইন্ডাষ্টিজ লি: শিশির লি:,আলিফ ট্রেসার,মদিনা ওয়াসিং লি:,ওরিয়েট লি; নামক কারখানায় গুলোর কয়েকশ ম্রমিক বেলা ১২টায় থেকেই শ্রমিকরা এ দাবি জানিয়ে বিক্ষোভ করে।

বিক্ষুদ্ধ শ্রমিকরা ঘন্টা ব্যাপি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকার দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তায় জরুরী প্রয়োজনে চলাচল করা সকল যানবাহন থেমে থাকায় দির্ঘ যানবাহনের সারি দেখা দেয়।

গাজীপুর জেলায় লক ডাউন ঘোষনা করায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, থমথমে অবস্থা। অথচ এই বিশেষ পরিস্থিতিতে রপ্তানি আয়ের শীর্ষে অবস্থান করা পোশাক খাতের শ্রমিকদের বিশেষ নিরাপত্তায় মালিকপক্ষ কোনো ভূমিকা না রাখায় শ্রমিকরা বিক্ষোভ করছে।

শ্রমিকরা জানান, টানা কয়েক সপ্তাহ ছুটি চলছে।পূর্বে নির্ধারিত ঘোষনা অনুযায়ী আজ বেতন দেবার কথা থাকলে সকালে কারখানায় প্রধান ফপটকে নোটিশ দেখতে পায় শ্রমিকরা। পরে মার্চ মাসের বেতন বকেয়া পরিষোধ না করার শ্রমিকরা মহাসড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

তবে কারখানা কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় , আমরা আগামী কয়েক দিনের মধ্যে বেতন দিয়ে দেবো।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কারখানার ফের বন্ধের আহব্বান করায় এ কারখানাটিও বন্ধ থাকবে।

পিবিএ/নাইমুল হাসান/মোআ

আরও পড়ুন...