পিবিএ, ঢাকা : রাজধানী উত্তরার জসিমউদ্দন এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষুদ্ধ শ্রমিকরা আজ সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। কষাইবাড়ি মোল্লারটেক এলাকার ডিসেন্সি গার্মেন্টসের শ্রমিকরা এই অবরোধ করে।
সকার থেকে দীর্ঘ ৫ ঘন্টা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। দুই দিকে নিত্য পণ্য ও রপ্তানীমুখি পণ্য বোঝাই কাভার্ড ভ্যানের জটলা। জরুরী প্রয়োজনে বের হওয়া অনেক সাধারণ মানুষও যানজটে আটকা।
শ্রমিকরা জানায়, ডিসেন্সি গার্মেন্টের মালিক পক্ষ গত মার্চ মাসের বেতন এখনো পরিশোধ করেনি। করোনার আতংক নিয়েই তারা কাজ চালিয়ে গেছে। চলতি মাসেরর অর্ধেক পার হলো। তবু বেতন দেবার কোন ব্যবস্থা হচ্ছে না। মালিকপক্ষ আগামী ২৬ তারিখ বেতন পরিশোধের কথা বলছে। এতে শ্রমিকরা সম্মত নয়। মালিক পক্ষ রাজি না হওয়ায় তারা মহাসড়ক অবরোধ করেছে।
ঘটনাস্থলে মালিক পক্ষের কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।
উত্তরা পূর্ব ও পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
পিবিএ/মোহাম্মদ আলম