করোনায় ধুনটে কুটির শিল্পিরা চাটাই বিক্রি নিয়ে শঙ্কায়

আব্দুল হামিদ, বগুড়া : বৈশাখে মাঝামঝিতে কৃষকের ঘরে ঘরে আমেজ লাগবে বাংলার নবান্ন উৎস। উৎসবকে কাজে লাগিয়ে ব্যস্ত সময় পার করছে বগুড়া ধুনট উপজেলার কুটির শিল্পের কারিগরিরা। কিন্তু করোনায় হাটবাজর বন্ধ থাকায় বিক্রি করতে পারছে না এসব কুটির তৈজসপত্র। এতে আটকে পড়েছে ১২ লক্ষাধিক টাকার চাটাই। বিপাকে পড়েছে এ কর্মে ১৫০ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামে পশ্চিম পাড়ার ৪০ টি পরিবার এ কাজে জরিত। তারা নিজ নিজ বাড়ির উঠানে বসে বাঁশ বেত থেকে বেতি তুলছে। আবার কেও কুলা বুনছে কেওবা চাটাই বুনছে। তৈরী করছে, কুলা, ঝুরি, টোপা সহ বিভিন্ন জিনিসপত্র।

এ এলাকার কুঠির কারিগর দের সাথে কথা বলে যানা যায়, এ শিল্পের ওপর নির্ভর করে অনেক পরিবার কিন্তু করোনার কারণে সবাই ক্ষতিতে আছে।

বাঁশ ভেদে একটা বাঁশ দিয়ে ২ থেকে ৩ টি তালায় বানানো যায় আর এতে ১০০ থেকে ১৫০ টা লাভ হয়ে থাকে। আর দিনে প্রায় ২ থেকে তিন টা তালায় তোলা যায়।

কুঠির কারিগর ধনি বলেন, আমরা অনেক অনেক চাটাই বুনেছি। কিন্তু হাটবাজার বন্ধ থাকায় আমরা এসব চাটাই বিক্রি করতে পারছি না। এতে আমরা খুব কষ্টে আছি।

আরেক কারিগর সিলপি বলেন, আমার বাড়িতে প্রায় ৬০ হাজার টাকার মাল আছে। কিন্তু বাজার বন্ধ করায় আমি তা বিক্রি করতে পারছি না। এতে আমরা চলতে পারছি না

কারিগর সুকুমার বলেন, ধানকাটার আগ মুহুর্তে আমাদের বিক্রিটা বেশি থাকা কিন্তু এবছর তা করতে পারছি না। এলাকায় কিছু সময় বাজার খোলা থাকলেও এ সময়ের মধ্যে আমরা বিক্রি করতে পারছি না। তিনি আরো বলেন, এ চাটাই যদি মৌসুমের মধ্যে বিক্রি করতে না পারি তাহলে আমাদের অেক ক্ষতি হবে।

 

পিবিএ/আব্দুল হামিদ/ মোআ

আরও পড়ুন...