হাটহাজারীতে কচুর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

পিবিএ, হাটহাজারী(চট্টগ্রাম) : চট্টগ্রাম জেলার হাটহাজারীতে চলতি মৌসুমে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে বেশিভাগ জমিতে লতিরাজ কচুর চাষ করা হয়েছে। স্থানীয় জাতের উৎপাদিত ‘লতিরাজ কচু’ (বড়-ছোট কচু-মুখী) অন্যান্য কচুর চেয়ে উন্নতমানের সুস্বাদু একটি সবজি।

চাষীরা জানায়,এবার কচুর ফলন ভালো হয়েছে। ভালো চাহিদা থাকায় জমি থেকেই কচু কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা। বাজারদর ভালো থাকায় জেলার সবজিচাষীদের কাছে কচু এখন অন্যতম অর্থকরী ফসল।

উপজেলার চরাঞ্চলে প্রায় এ কচু চাষ হয়ে থাকে।সারিবদ্ধভাবে আঁটি করে বীজ বপনের পর এর থেকে চারা বের হয়। চারার গোড়ায় মাটি দিয়ে নিড়ানী দিতে হয়। নিড়ানী শেষে মাটি দেয়ার পর কিছু ইউরিয়া সার ছিটিয়ে দিতে হয়। এ লতিরাজ কচুর জন্য কচুরীপানা কম্পোস্ট সার হিসেবে বেশী উপযোগী।

চাষিরা জানিয়েছেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এ লতিরাজ কচুর চাষ আরো সম্প্রসারণ করা হবে। যা দেশের অর্থনীতিতে দারুণভাবে প্রভাব পড়বে।

পৌর সদর পূর্ব দেওয়ান নগর এলাকার চাষী জয়নাল জানায়, এ উপজেলায় বেশির ভাগ জমিতে মুখিকচুর আবাদ করা হয়। গতবার লোকসান হলেও এবার কচুর দাম ভালো।

পিবিএ/মোহাম্মদ হোসেন/মোআ

আরও পড়ুন...