পিবিএ, ঢাকা : করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপসমূহ অধিকতর বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বিএসএমআরএমইউ) এর পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।
বিএসএমআরএমইউ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপসমূহ অধিকতর বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে কর্মরত সকল পদবীর সদস্যদের একদিনের মূল বেতনের সমপরিমাণ মোট ৩০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৫-০৪-২০২০) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বিএসএমআরএমইউ) এর ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল আর্থিক অনুদানের এই চেক হস্তান্তর করেন।
পিবিএ/প্রেস বিজ্ঞপ্তি