টঙ্গীতে জরুরী সহায়তায় সদা প্রস্তুত স্বেচ্ছাসেবী- ৩০

পিবিএ, টঙ্গী : স্বেচ্ছাসেবী -৩০ । করোনা মোকাবেলায় জরুরী স্বেচ্ছাসেবী হিসাবে নিরলশ কাজ করছে। গাজীপুরে টঙ্গীর ৫৪ নং ওয়ার্ডের করোনা স্বেচ্ছাসেবী এরা ৩০ জন। সহযোগীতা করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র। আর তত্ত্বাবধান করছে হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশন।

লাশ দফনে যখন কেহই এগিয়ে আসছে না তখনই স্বেচ্ছাসেবী ৩০ জন। যখন খবর আসছে কেহ অসুস্থ্য ছুটে যাচ্ছে চিকিৎসকের কাছে। রয়েছে সিটি কর্পোরেশনের জরুরী এম্বুলেন্স ব্যবস্থা। ঘরে খাবার নেই নিজেরা কাধে বহন করে পৌছে দিচ্ছেন অসহায় মানুষের ঘরে।

করোনা মহামারিতে এইসব যুবকদের স্বতঃস্ফুর্ত স্বেচ্ছাশ্রম এলাকার মানুষের বাহবা পাচ্ছে। হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এম হেলাল উদ্দিনের উদ্যোগে এইসব যুবক কাজ করছে। তাদের সহযোগীতা করতে যখন ডাক পরে ছুটে আসছেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম।

স্বেচ্ছাসেবী সৈকত পাঠান জানান, করোনা মহামারি শুরুর পর থেকেই সব শ্রেনী পেশার মানুষ নানাবিধ সমস্যার সম্মুখিন। তারা ইতিমধ্যেই প্রায় ৭ হাজার মানুষের কাছে খাদ্য সামগ্রী বিলি করেছে। শুধু যে খাদ্য সহায়তা প্রয়োজন তা নয়। চিকিৎসা, ঔষধ সংগ্রহ, লাশ দাফন এমন বিভিন্ন প্রয়োজন দেখা দেয়। অথচ মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এই অবস্থা থেকে মানুষকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে স্বেচ্ছাসেবী ৩০ জন।

হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এম হেলাল উদ্দিন পিবিএকে বলেন, মহান আল্লাহ নামে আমরা মানুষের সেবা করছি। এই মহামারি দূর্যোগে যে কোন মানুষ যে কোন পরিস্থিতিতে আক্রান্ত হতে পারে। তা জেনেও এইসব যুবক স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছে। শুধুমাত্র ৫৪ নং ওয়ার্ড না। প্রয়োজনে টঙ্গীর যে কোন প্রান্তে সেবা দিতে স্বেচ্ছাসেবী- ৩০ প্রস্তুত।

পিবিএ/মোহাম্মদ আলম

আরও পড়ুন...