নওগাঁয় ত্রাণের জন্য সরকারের বিরুদ্ধাচারনের চেষ্টা ,৩ দিনের কারাদন্ড

পিবিএ, নওগাঁ : নওগাঁয় মাসে ১০ টাকা দরে ৩০ কেজি চাল পেয়েও ত্রাণের জন্য সরকারের বিরুদ্ধাচারনের চেষ্টা করায় মেহেদী নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) দুপুরে নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের ভ্রাম্যমাণ আদালত এ ঘটনায় আরও একজনকে এক হাজার টাকা জরিমানা এবং দুইজনকে মুচলেখা নিয়ে ছেঁড়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, চন্ডিপুর গ্রামের বাবলুর পুত্র মেহেদী সরকারের ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পেয়েও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার এবং সুবিধাভুগীদের নিয়ে ত্রাণের জন্য রাস্তায় নামার নাটক করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মেহেদিকে হাতে নাতে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে উপকার ভোগীদের তালিকা বের করে এর সত্যতা নিশ্চিত করা হয়। এছাড়াও অভিযুক্ত মেহেদি নিজেও মাসে সরকারের দেওয়া ১০টাকা কেজি দরে ৩০কেজি চাল পেয়ে থাকেন। তাই বর্তমান পরিস্থিতিতে তিনি এলাকার অন্য সব সুবিধাভোগী প্রাপ্তদের সাথে নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট ও দুর্নাম করায় ভ্রাম্যমাণ আদালতে মেহেদীকে তিন দিনের জেল ও এর সাথে জড়িত থাকার অভিযোগে এক জনকে এক হাজার টাকা জরিমানা ও অন্য দুই জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এসময় উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পিবিএ/সুমন আলী/মোআ

আরও পড়ুন...