বেড়ায় দুই পক্ষের সংঘর্ষ নিহত ১ আহত ২০

পিবিএ, পাবনা : জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলায় মাছখালি গ্রামে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ও দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম আয়নুল হক (৩০)। তিনি উপজেলার কৈটোলা ইউনিয়নের মাছখালি গ্রামের আশকার প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বেড়া উপজেলা কৈটোলা ইউনিয়নের মাছখালি গ্রামের হাবিবর প্রমানিকের ছেলে রওশন আলী ও একই গ্রামের নওশের শেখের ছেলে ওসমান গনির মধ্যে জাল দিয়ে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং হাতাহাতিতে রওশন আহত হলে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়।

এরই জের ধরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে হাবিবর প্রামানিক গ্রæপের লোকজন লাঠিসোটা নিয়ে নওশের শেখ গ্রæপের লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় উভয়পক্ষ লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছত্রভঙ্গ করে দিয়ে উভয়পক্ষের ৫ জনকে আটক করে।

গুরুতর আহত আটজনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রওশন প্রমানিক (৩০), আয়নুল হক (৩০), মিন্টু শেখ (৫০), মুবাই শেখ (৩০), ওসমান গনি (৩৪) মোহাম্মদ আলী (৩০), কালু হোসেন (৩০), রমজান আলীকে (২৮) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়। তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় আয়নুল হককে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে আয়নুল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শেখ গোষ্ঠির লোকজন হামলা চালিয়ে প্রামানিক গোষ্ঠির লোকজনের বেশকিছু দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর করে। দুপুরে উভয় গ্রæপের মধ্যে আবারো ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে আহত মনজেল (৬০), বরকত (৪০), জিকরুল (১৮) আব্দুলল্লাহ (১৮), সারাতন খাতুন (৫০), বোরহান আলী (৭০), আজিজুল (২৮), ফাতেমা খাতুন (৪০), মিলন (৩৪) ইমরান (৩২), উজ্জল (৩৫) চঞ্চলকে (১৮) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত। উভয় গ্রুপের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। তবে ৫ জনকে আটক করা হয়েছে।

পিবিএ/শাহীন রহমান/ মোআ

আরও পড়ুন...