তাহজীবুল আনাম, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ বাহারছড়া উপকূল থেকে ট্রলারসহ উদ্ধার হওয়া ৩শ ৯৬জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের ২টি ট্রানজিট পয়েন্টে ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে উদ্ধারকৃত ৩শ ৯৬জন রোহিঙ্গা নারী- পুরুষ ও শিশুদের ইউএনএইচসিআরের নিকট হস্তান্তর করা হয়েছে। তাদের বরইতলী ট্রানজিট ঘাট এবং নয়াপাড়ায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য যানবাহনযোগে নেওয়া হচ্ছে।
কোষ্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার সোহেল রানা সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে বাহারছড়া জাহাজপুরা সমুদ্র এলাকায় ৪ শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু নিয়ে একটি জাহাজ কিনারে ভিড়েন। খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা পুরো এলাকা কর্ডন করে রোহিঙ্গাদের ঘিরে রাখে এবং ভোরে তাদের টেকনাফ ট্রানজিট ঘাটে
আনা হয়। এরপর তাদের মানবিক সহায়তা দিয়ে ইউএনএইচসিআর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
পিবিএ/মোআ