ছনের ঘরই যেন জানান দিচ্ছে যে এই ঘর ক্ষণস্থায়ী। বর্ষার আগমনে এই গ্রাম তলিয়ে যাবে পানির অতলে। কৃষকরা তাদের বোরো বোনা থেকে ফসল তোলার জন্য ছয় মাসের জন্য এখানে বসতি গড়েছেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা টাঙ্গুয়ার হাওর থেকে তোলা। ছবি: পিবিএ/ জাকির হোসেন রাজু