ডাক্তার ও নার্সগণের সাথে বাড়ির মালিকদের সর্বাত্মক সহায়তার প্রত্যাশা

পিবিএ , ঢাকা : ডাক্তার ও নার্সগণের সাথে বাড়ির মালিকদের সর্বাত্মক সহায়তার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সম্মানিত ফ্ল্যাট মালিক/বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

কোন প্রকার বিরূপ আচরণের অভিযোগ পাওয়া গেলে উক্ত বাড়ির মালিক ও সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ডিএমপি জানায়, ঢাকা মহানগরীতে বিভিন্ন জায়গায় অবস্থিত হাসপাতালে ডাক্তার ও নার্সগণ করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
পাশাপাশি করোনার বিস্তার বৃদ্ধির সাথে সাথে আক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাসা/ফ্ল্যাটে রেখে চিকিৎসা ব্যবস্থার পরামর্শ দিচ্ছেন।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাগণ এতে বাঁধা দিচ্ছেন। এমনকি করোনা রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত ডাক্তার ও নার্সগণের সাথে বাড়ির মালিকদের বিরূপ আচরণের খবর পাওয়া যাচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে যা কোনভাবেই কাম্য হতে পারেনা।

করোনা ভাইরাসের সংক্রমণরোধে সম্মূখ যোদ্ধার ভূমিকায় থাকা ডাক্তার ও নার্সগণের সাথে এরূপ বিরূপ আচরণের অভিযোগ পাওয়া গেলে উক্ত বাড়ির মালিক ও সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত ফ্ল্যাট মালিক/বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

পিবিএ/ঢাকা/মোআ

আরও পড়ুন...